শহিদ কামারুজ্জামানের সমাধীতে বরেন্দ্র কলেজ অধ্যক্ষের শ্রদ্ধা

আপডেট: মে ২২, ২০২৪, ১০:২৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেছেন বরেন্দ্র কলেজের নতুন অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা। বুধবার (২২ মে) দুপুর ১২টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন বরেন্দ্র কলেজের বিদ্যোৎসাহী সদস্য অধ্যক্ষ রাজ কুমার সরকার, সহকারি অধ্যাপক জান মোহাম্মদ, শিক্ষক প্রতিনিধি গোলাম মুর্ত্তজা, মামুন-উর রশীদ, জ্যেষ্ঠ প্রভাষক আনোয়ারুস সাদাত, আজমল হোসেন, ওয়ালি মো. ওলি, প্রভাষক মাহাবুব আলম , রহিদুল ইসলাম, শরীরচর্চা শিক্ষক মাহমুদ আলম , প্রদর্শক মাহমুদুর রহমান, খাদেমুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক রতন কুমার মন্ডল প্রমুখ।

রণজিৎ কুমার সাহা সোমবার (২০ মে) বরেন্দ্র কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। এর আগে তিনি দীর্ঘদিন খাদেমুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ