শহিদ কামারুজ্জামান বিজয় দিবস হকি টুর্নামেন্টে বৈকালীর জয়

আপডেট: ডিসেম্বর ৩১, ২০১৬, ১২:১৮ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক


রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপে¬ক্সে চলমান শহিদ এএইচএম কামারুজ্জামান বিজয় দিবস হকি টুর্নামেন্টে জয় পেয়েছে বৈকালী সংঘ।
গতকাল  বৈকালী সংঘ ৩-০গোলে সফররত জয়পুরহাট জেলাকে হারিয়ে সেমিফাইনালে উঠে। দলের পক্ষে বাপ্পী,রুপ ও তপু ১টি করে গোল করে। দিনের অন্য খেলায় কাজিহাটা স্পোর্টিং ক্লাব ও উপশহর স্পোর্টিং ক্লাব ১-১ গোলে ড্র করে। কাজীহাটার স্বাধীন ও উপশহরের শুব্রত ১টি করে গোল করে। খেলাটি ড্র হলেও গোল এভারেজে কাজিহাটা সেমিফাইনালে উঠে।