রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২২ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপে¬ক্সে শহিদ এএইচএম কামারুজ্জামান বিজয় দিবস হকি টুর্নামেন্টে জয় পেয়েছে সিপাইপাড়া ও কাজীহাটা ক্লাব।
গতকাল সিপাইপাড়া স্পোর্টিং ক্লাব ৭-২ গোলে জয়পুরহাট জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে রুবেল ৪, প্রশান্ত, লালন ও স্বচান ১টি করে গোল করে। বিজিত দলের আকাশ ও জয় ১টি করে গোল পরিশোধ করে। দিনের অন্য খেলায় কাজিহাটা স্পোর্টিং ক্লাব ৪-০ গোলে নাটোর জেলাকে পরাজিত করেছে। বিজয়ী দলের পক্ষে খোকন,শিমুল,কাজল ও সিয়াম ১টি করে গোল করে।