শহিদ কামারুজ্জামান স্মৃতি ফুটবলে ৯ ও ২৪ নং ওয়ার্ড দল জয়ী

আপডেট: ডিসেম্বর ৫, ২০১৬, ১২:০৫ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক



নগরীতে অনূর্ধ্ব ১৪ শহিদ কামারুজ্জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নিজ নিজ খেলায় জয়লাভ করেছে ৯ ও ২৪ নম্বর ওয়ার্ড দল।
গতকাল রোববার কেন্দ্রীয় ঈদগা ময়দানে টুর্নামেন্টের দুইটি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে ৯ নম্বর ওয়ার্ড দল ৩-০ গোলে হারিয়েছে ৩ নম্বর ওয়ার্ড দলকে। গোল করেছেন রবি, সাকিল ও সোহেল। এই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের স্ট্রাইকার সাকিল। দিনের অন্য ম্যাচে ২৪ নম্বর ওয়ার্ড দল টাইব্রেকারে ৬-৪ গোলে ১১ নম্বর ওয়ার্ড দলকে পরাজিত করেছে। এর আগে নির্ধারিত সময়ে গোলশুন্য ছিল। এই ম্যাচে ২৪ নম্বর ওয়ার্ড দলের পিপাস ম্যাচসেরা হয়েছে। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগানিক সম্পাদক রমজান আলী। এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। আজ টুর্নামেন্টের একটি খেলা অনুষ্ঠিত হবে। এই ম্যাচে মোকাবিলা করবে ২২ ও ২৮ নম্বর ওয়ার্ড দল।

এ বিভাগের অন্যান্য সংবাদ