রবিবার, ২৬ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১২ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
শহিদ কামারুজ্জামান স্মৃতি দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন -সোনার দেশ
শহিদ এএইচএম কামারুজ্জামান ২য় স্মৃতি উন্মুক্ত আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা ২০২০ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গতকাল মঙ্গলবার বিকেলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জ্ঞানের আলো পাঠাগারের পরিচালক কাওসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মোকবুল হোসেন, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান দিপু, জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলু প্রমুখ।