শনিবার, ১৩ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৯ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
নগরীতে অনূর্ধ্ব ১৪ শহিদ কামারুজ্জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নিজ নিজ খেলায় জয়লাভ করেছে ২২ নম্বর ওয়ার্ড দল।
গতকাল সোমবার কেন্দ্রীয় ঈদগা ময়দানে টুর্নামেন্টের একমাত্র খেলায় ২২ নম্বর ওয়ার্ড দল ১-০ গোলে হারিয়েছে ২৮ নম্বর ওয়ার্ড পশ্চিম দলকে। গোল করেছেন এনামুল। এই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন তিনি। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন আওয়ামী লীগের ২৮ নম্বর ওয়ার্ড পশ্চিমের সভাপতি আব্দুস সাত্তার। এসময় উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আলী আফতাব তপন প্রমুখ।