মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
নগরীতে অনূর্ধ্ব ১৪ শহিদ কামারুজ্জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে ৫ নম্বর ওয়ার্ড দল।
গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ঈদগা ময়দানে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের একমাত্র খেলায় ৫ নম্বর ওয়ার্ড দল ১-০ গোলে ১৬ নম্বর ওয়ার্ড দলকে পরাজিত করেছে। এই ম্যাচের প্রথর্মার্ধে গোলশূন্য ছিল। এরপর দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় ৫ নম্বর ওয়ার্ড দলের রুপম জয়সূচক গোল করেন। তবে এই ম্যাচে ১৬ নম্বর ওয়ার্ড দলের প্লাবন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন। তার হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন রাজশাহী সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ টেকন সরকার। আর পরাজিত দলকে বল প্রদান করেন রাজশাহী সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। এদিকে গতকাল ২২ ও ১৯ নম্বর ওয়ার্ড দলের মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়েছে বলে আয়োজক কমিটির জহির ইকবাল ভোলা জানান।