শহিদ কামারুজ্জামান স্মৃতি ফুটবলের ফাইনাল ১৬ জানুয়ারি

আপডেট: জানুয়ারি ১৫, ২০১৭, ১২:০১ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক


শহিদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব ১৪ ফুটবলের ফাইনালে মোতাবিলা করবে ৯ ও ৪ নম্বর ওয়ার্ড দল।
গতকাল শনিবার নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে টুর্নামেন্টের দুইটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম সেমিফাইনালে ৯ নম্বর ওয়ার্ড দল ২-০ গোলে হারিয়েছে ৫ নম্বর ওয়ার্ড দলকে। গোল করেছেন ফয়সাইল ও সুজন। আর ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন ৫ নম্বর ওয়ার্ড দলের খেলোয়াড় ইমন। দিনের অন্য সেমিফাইনালে ৪ নম্বর ওয়ার্ড দল ১-০ গোলে ১ নম্বর ওয়ার্ড দলকে পরাজিত করেছে। জয়সূচক একমাত্র গোলটি করেন তুষার। এই ম্যাচে বিজয়ী দলের আলমগীর সেরা খেলোয়াড় হয়েছেন।