শহিদ জোহা দিবসকে জাতীয়করণের দাবি রাবি সাংস্কৃতিক জোটের

আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ১০:০৯ অপরাহ্ণ

ড. শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন জোটের সদস্যরা


রাবি প্রতিবেদক:রোববার (১৮ ফেব্রুয়ারি)। শহিদ জোহা দিবস। ঊনসত্তরের এদিনে শিক্ষার্থীদের হয়ে প্রতিবাদ করায় পাক-হানাদার বাহিনীর হাতে নৃশংসভাবে শহীদ হন তিনি। দিবসটি শ্রদ্ধাভরে স্মরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। একইসঙ্গে প্রতিবারের ন্যায় দিবসটি জাতীয়করণের দাবি জানান হয়।
দিবসটি উপলক্ষে জোটভুক্ত সংগঠনের কর্মীরা শহিদ জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সংক্ষিপ্ত আলোচনা সভা করেন।

এসময় জোটের সভাপতি রায়হান ইসলাম বলেন, শহিদ জোহা বাঙালি জাতির অনুপ্রেরণার উৎস। স্বাধিকার আন্দোলনের প্রথম শহিদ বুদ্ধিজীবী। যাঁর আত্মাহুতি বাঙালি জাতির মুক্তির সংগ্রামকে তরান্বিত করেছিল। গর্জে ওঠেছিল পাকশাসক বিরোধী আন্দোলন। পতন হয়েছিল আইয়ুব খানের। শিক্ষক হিসেবে শহিদ জোহার আত্মোৎস্বর্গের এমন দৃষ্টান্ত ইতিহাসে বিরল। অথচ তাঁর শাহাদাতের অর্ধশত বছর অতিবাহিত হলেও দিনটি জাতীয় মর্যাদার স্বীকৃতি পায় নি। যা আমাদের ব্যথিত করেছে। প্রতিবছর দাবি জানানো হলেও আশ্বাসেই কাটে বছর। তাই অবিলম্বে দিবসটি জাতীয়করণের দাবি জানাই।

জোটের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ তোফার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নাট্যকলা বিভাগের অধ্যাপক আতাউর রহমান, কবি মুহাম্মদ কামাল, আবৃত্তির সংগঠন স্বননের আহ্বায়ক মিজান শেখ সহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ