বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
শহিদ শহীদুল ইসলাম সাধু স্মরণে নগর ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৩টায় শহিদের স্মরণে বিনোদপুর বাজারে কালো ব্যাজ ধারণ, শহিদের প্রতিকৃতিতে মাল্যদান, শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মতো কর্মসূচি পালন করেছে।
এইসব কর্মসূচিতে নেতৃত্ব দেন নগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ। আলোচনা সভায় নগর সভাপতি রকির সভাপতিত্বে সভা পরিচালনা করেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব। উপস্থিত ছিলেন, ৩০ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, শহীদ সাধুর বড় ভাই সহসভাপতি আব্দুল আজিজ, ৩০ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাব্বেল আলী, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক।
অনুষ্ঠানে নগর ছাত্রলীগের সহসভাপতি কল্যাণ কুমার জয়, মাসুদ রানা, যুগ্ম সম্পাদক মাহ্মুদুল রহমান দীপন, মিলন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আব্দুর রাকিব, নাজমুল হাসান তিষান, মোস্তাফিজুর রহমান সজিব, দপ্তর সম্পাদক ফজলে রাব্বি, পরিবেশ সম্পাদক এখলাসুর রহমান সাদ্দাম, উপ-স্কুল সম্পাদক প্রসেনজিৎ কুমার, আপ্যায়ন সম্পাদক আসতিয়াক আহমেদ ইসা, সদস্য মমিনুল ইসলাম দিনার সহ নগর ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নূর মোহাম্মদ সিয়ামসহ রাজশাহী কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ, পলিটেকনিক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ রহমানসহ পলিটেকনিক ছাত্রলীগ নেতৃবৃন্দ, আইএইচটি ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, মতিহার থানা ছাত্রলীগ আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ দ্বীপ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, মামুনুর রশীদ জুয়েলসহ মতিহার থানা ছাত্রলীগের নেতৃবৃন্দ, রাজপাড়া থানা ছাত্রলীগ সভাপতি নাসির উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, বোয়ালিয়া (পশ্চিম) থানা ছাত্রলীগ সভাপতি সাখাওয়াত হোসেন রিফাত। সহযোগিতা করেছেন বনি, নাহিদ, ডন, সাকিব, প্রণব, আকাশ, তোতাসহ নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্র মতিহার থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাধু, যার দুচোখে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের স্বপ্ন ছিল। সেই স্বপ্নকে বুকে ধারণ করে ঠিক সেই সময় খালেদা জিয়া সরকারের চিহ্নিত সন্ত্রাসী, গুন্ডা বাহিনী ১২ জানুয়ারি ১৯৯৬ সালে প্রকাশ্যে দিবালোকে বিনোদপুর বাজারে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সাথে সাথে শহীদ শহিদুল ইসলাম সাধু মৃত্যুবরণ করেন।