রবিবার, ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) নগরীর ৫নং ওয়ার্ডে মহিষবাথান সরকারি কলোনী মাঠে শহিদ সামসুল আলম স্মৃতি কাউন্সিলর কাপ মহিষবাথান ক্রিকেট লীগ (এমসিএল) এর ১৯তম খেলায় মিতালী সংঘ বনাম ওল্ডস কিংস এর মধ্যে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ওল্ডস কিংস এর পক্ষে খেলায় অংশগ্রহণ করেন। মিতালী সংঘ ২৭ রানে ওল্ডস কিংস এর বিপক্ষে জয় লাভ করেন।
মিতালী সংঘ ১০ উইকেটে ৯৮ রান সংগ্রহ করেন অপরদিকে ওল্ডস কিংস ৭১ রান সংগ্রহ করেন। খালেদ মাসুদ পাইলট কে ফেয়ার প্লে পুরস্কার প্রদান করা হয় এবং মিতালী সংঘ এর তৌফিক এলাহী কে ম্যান অব দ্যা ম্যাচ প্রদান করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু ও খালেদ মাসুদ পাইলট। এ সময় মাহাবুব কামাল এ্যাটম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।