শহিদ হাবিলদার শেখ রমজান আলীর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট: এপ্রিল ২৪, ২০২২, ১২:০২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


আজ শনিবার (২৪ এপ্রিল) শহিদ হাবিলদার শেখ রমজান আলীর ৫১তম মৃত্যুবার্ষিকী । আজকের এই দিনে ডাক বাংলার পুকুর পাড়ে তাকে জীবন্ত মাটি চাপা দেয়া হয়। দিনটি উদযাপন উপলক্ষে নগরীর কেশবপুর ভেড়িপাড়াস্থ শহিদের বাড়িতে বাদ আসর তার পুত্র ও নাতি পোতারা মরহুমের রূহের মাগফিরাতের আয়োজন করেছে।

তার গুণগ্রাহী ও আত্মীয় স্বজনদের কাছেও রুহের মাগফেরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানান হয়েছে। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আলাউদ্দিন শেখ ভুলু জানান, ১৯৭১ সালে রমজান আলী রাজশাহী পুলিশ লাইন্স অস্ত্রাগারের দায়িত্বে ছিলেন শহিদ হাবিলদার শেখ রমজান আলী।

৭ মার্চের জাতির পিতার ভাষণের পর পুলিশ বাহিনীর ভিতর বাঙালিদের অসহযোগ শুরু হয়। রমজান আলী তার কয়েকজন সহযোগীদের নিয়ে ম্যাগাজিন ভেঙে অস্ত্র গোলাবারুদ লুট করে সাধারণ বাঙালিদের ও পুলিশদের হাতে তুলে দিয়ে অবরোধ গড়ে তুলেন।

২৮ শে মার্চ পুলিশ লাইনের পতন হলে তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করেন। পরবর্তীতে রাজশাহী কোর্টের পশ্চিমে কাশিয়াডাঙ্গা এলাকায় অবস্থানরত ইপিআর ক্যাপ্টেন গিয়াস সাহেবের সাথে যোগ দেন ও রাজশাহী শহর দখলের যুদ্ধে সরাসরি অংশ নেন। রাজশাহী শহরের নিকট বিহারিদের সহায়তায় পাক হানাদার বাহিনীর হাতে তিনি আটক হন।

পরবর্তীতে তাকে শহরের সিএন্ডবি মোড়ে জেলা পরিষদের ডাক বাংলায় নিয়ে দীর্ঘ ১০ দিন চরম নির্যাতন করে তার চুল দাড়ি ছিড়ে ও চোখ উপড়ে ফেলে এবং মুমুর্ষ রমজান আলীকে জীবন্ত মাটি চাপা দেয়া হয়।