বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
ডঃ সুরাইয়া ইয়াসমীন হীরা:
যে সকল মুক্তিযোদ্ধা চলে গেছেন
এই পৃথিবী ছেড়ে,
তোমরা বলো নাকো তাঁদের মৃত,
তাঁরা বেঁচে আছেন শ্রদ্ধায়, ভালোবাসায়
তাঁদের জীবন দিয়ে
তাঁরা যে জীবিত।
যারা একদিন তাঁদের রক্ত দিয়ে
এদেশকে বাঁচিয়েছিলেন,
ভুলিনি তো সেই দিন, ক্ষণ
যখন তাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন।
মরে গিয়েও তাই বেঁচে আছেন তাঁরা
নিঃশ্বাসে, বিশ্বাসে,চিন্তায় চেতনায়
তাঁদেরকে আজ স্মরণ করছি,
গভীর ভালোবাসা আর শ্রদ্ধায়।
তাঁদের রক্ত কবে কথা
যতদিন রবে এই পৃথিবী।
এ দেশের উওরসূরীরা মুগ্ধ হবে।
ভালোবাসায় সিক্ত হবে,
হৃদয় হবে আলোকিত,
তাই তোমরা তাঁদের মৃত বলো নাকো
তাঁরা মৃত নয়-
তাঁরা যে জীবিত।।
ডঃ সুরাইয়া ইয়াসমীন হীরা
উপদেষ্টা প্রথম আলো বন্ধুসভা
সাবেক অধ্যাপক
সরকার ও রাজনীতি বিভাগ
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।