শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ১০:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শিরোইল কলোনাী মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু কলেজের গভর্নিং বডির সভাপতি এ.এম.এম আরিফুল হক কুমার।

বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, বঙ্গবন্ধু কলেজের শরীরচর্চা বিষয়ক শিক্ষক আনিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধু কলেজ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক মো. সোহেলুজ্জামান।

জানা গেছে, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট গত ৪ ফেব্রুয়ারি রাজশাহী শিরোইল কলোনাী মাঠে শুরু হয়। এই টুর্নামেন্ট কলেজের ১৬টি দল অংশ নেয়। এরমধ্যে একাদশের চারটি, ডিগ্রি ও অর্নাসের বিভিন্ন বিভাগের ১১টি দল টুর্নামেন্টে অংশ নেয়। এই টুর্নামেন্টে রাষ্ট্রবিজ্ঞান দল টাইব্রেকারে ৫টি গোল করে। এই টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ হন রাষ্ট্রবিজ্ঞানের রাজু। প্রতিপক্ষ হিসাববিজ্ঞান দল টাইব্রেকারে ৪টি গোল করে। এক গোলের ব্যবধানে তারা পরাজিত হয়।