বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বনেত্রী শেখ হাসিনা পরিষদের পক্ষ থেকে শহীদ এএইচএম কামারুজ্জামনের সমাধিতে বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। বুধবার (৭ জুন) বিকেলে শহীদ এএইচএম কামারুজ্জামনের সমাধিতে বিনম্র শ্রদ্ধার পরে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় প্রধান খোজন শেখ, কেন্দ্রীয় কমিটির সদস্য রুবিনা নাসরীন, রাজশাহী জেলা কমিটির সভাপতি রুবেল আলী, সাধারণ সম্পাদক খাত্তাব চৌধুরী, মহানগর সভাপতি শেখ আবু সাইদ, সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান মান্নান, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আফসার আলীসহ জেলা ও নগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।