শহীদ কামারুজ্জামানের সমাধীতে গোদাগাড়ীর নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা

আপডেট: মে ১১, ২০২৪, ৯:২২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল। শনিবার (১১ মে) বেলা ১১টায় রাজশাহী নগরীর কাদিরগঞ্জে শহীদের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এরপর শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় গোদাগাড়ী আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, মাহাবুবুল আলম মুক্তি, জয়নাল আবেদীন জনি, কৃষকলীগ নেতা ইমন মন্ডলসহ সোহেলের কর্মী-সমর্থকেরা সঙ্গে ছিলেন। বুধবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে সোহেল বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ