শহীদ ক্যাডেট অ্যাকাডেমির বৃত্তি পেলেন ২০ ক্ষুদে শিক্ষার্থী

আপডেট: নভেম্বর ৪, ২০২৩, ৯:২৩ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


টাঙ্গাইল থেকে পরিচালিত শহীদ ক্যাডেট অ্যাকাডেমির ২০ জন ক্ষুধে শিক্ষার্থী পেয়েছেন বৃত্তি। শনিবার (৪ নভেম্বর) শহীদ ক্যাডেট ভবনে ঘোষণা করা হয় এবং মেধা তালিকায় প্রথম ২০ জনকে বৃত্তিসহ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে রাজশাহী বিশ^বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের দ্বীপ্ত মজুমদার।
উল্লেখ্য, শহীদ ক্যাডেট অ্যাকাডেমি রাজশাহী শাখার উদ্যোগে ২৮ অক্টোবর পঞ্চম শ্রেণির মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় নগরীর বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণির প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।