শহীদ জিয়াবুলের শাহাদত বার্ষিকী আজ

আপডেট: নভেম্বর ২৮, ২০১৬, ১২:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



শহীদ জিয়াবুল হোসেনের শাহাদত বার্ষিকী আজ। ১৯৯০ সালের এই দিনে শহীদ জিয়াবুল হোসেন সামরিক  স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে সামরিক জান্তার গুন্ডাবাহিনীর গুলিতে মাথায় গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ২৮ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। ছাত্র আন্দোলনে আজো সকলে তাকে শ্রদ্ধাভারে স্মরণ করেন।
এদিকে শহীদ জিয়াবুলের স্মরণে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী কলেজ ছাত্রলীগের দলীয় টেন্টে নগর ছাত্রলীগ ও এর অন্তভুক্ত প্রতিটি ইউনিটের সাবেক ও বর্তমান নেতাকর্মীবৃন্দকে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন নগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব। গতকাল রোববার নগর ছাত্রলীগের দফতর সম্পাদক ফজলে রাব্বী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ