বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
১৯৮৭ সালের এই দিনে লে.জে এরশাদের স্বেরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনে তিনজোটের ঢাকা অবরোধ কর্মসূটিতে অংশ নেন জীবন্ত পোস্টার নূর হোসেন। তার বুকে লেখা ছিল ‘স্বৈরাচার নীপাত যাক’ এবং পিঠে লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক’। খুব সহজেই স্বৈরাচারের পুলিশের লক্ষ হয়ে যান তিনি।। রাজধানীর জিপিও’র সামনে ( আজ যেখানে নূর হোসেন স্কয়ার) পুলিশের গুলি বিদীর্ণ করে গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হয়ে ওঠা নূর হোসেনর বুক। সেদিন তাঁর সাথে আরো শহীদ হয়েছিলেন বাবুল, ফাত্তাহ, টিটোসহ আরো অনেকে।