শহীদ মামুন মাহমুদ কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ ও বার্ষিক ভোজ অনুষ্ঠিত

আপডেট: নভেম্বর ১৮, ২০২৩, ৮:১০ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


শনিবার (১৮ নভেম্বর) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ ও বার্ষিক ভোজ বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. রশীদুল হাসান, পিপিএম, বিশেষ অতিথি ছিলেন ড. সরকার ওমর ফারুক, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) আরএমপি, রাজশাহী এবং মো. নাছির উদ্দিন যুবায়ের উপ-পুুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) আরএমপি, রাজশাহী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মো. গোলাম মাওলা। অধ্যক্ষ স্বাগত বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানটি একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়ে আলোচনা, বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন ও বার্ষিক ভোজসহ উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে পালিত হয়।