শাপলার উদ্যোগে জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ৯, ২০২৩, ৮:৩৬ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলাগ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে GLOBAL DAY OF ACTION FOR CLIMATE JUSTICE উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় শাপলা এর রাজশাহীস্থ বনলতা আবাসিকে সংস্থার প্রধান কার্যালয় (এনেক্স-০১) কনফারেন্স হলে আলোচনা জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কার্যক্রমের শুরুতে সংস্থার এনেক্স ০১ ভবনের সামনের রাস্তায় ব্যানারসহ কর্মীদের নিয়ে জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রুলফাও এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক হারুন অর রশিদ ও বেলনা হাইস্কুলের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম। সভাপতি হিসেবে ছিলেন শাপলাগ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন এইচ আরডি সমন্বয়কারী জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে দিবস সম্পর্কিত আলোচনা ও জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবিলার জন্য সকল স্তরেরজনগণকে একসাথে কাজ করার আহবান জানানো হয়। পাশাপাশি জলবায়ুর নেতিবাচক প্রভাব সৃষ্টিকারীদের এই ক্ষতিকর অবস্থা থেকে উত্তরণসহ সবুজপৃথিবী প্রতিষ্ঠা ও ভবিষ্যতপ্রজন্মের জন্য বাসযোগ্য ও পরিবেশ সম্মত দেশ এবং পৃথিবী রেখে যাওয়ার জন্য তাদের বিশেষ আর্থিক ও কৌশলগত সহায়তার দাবি জানানো হয়। আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের স্টাফ ও অতিথিসহ মোট ৭৫জনঅংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ