শনিবার, ১৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কৌশলগত সহায়তায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে রাজশাহীর তানোর কর্ম এলাকায় বিনামূল্যে ছানি অপারেশনের জন্য চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফি স্বাস্থ্য ক্যাম্পে আসা ২০২ জন অসহায় দুস্থ রোগীর পরীক্ষা-নিরীক্ষা শেষে ছানী অপারেশনের জন্য ৬৫জন রোগী পাওয়া যায়। উক্ত চক্ষু ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ক্লিনিক এর ব্যবস্থাপনা পরিচালক ও রাজশাহী নার্সিং কলেজের প্রভাষক মনিরুল হাসান হেলাল।
শাপলার উদ্যোগে বিশেষ অতিথি ছিলেন কামারগাঁ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সামসুদ্দিন মাষ্টার। সভাপতিত্ব করেন ০৬ নং কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী মিয়া। ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান করেন কমিউনিটি চক্ষু হাসপাতাল, রাজশাহী এর মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার হোসেন (এমবিবিএস, কুষ্টিয়া) ও ডাঃ ওয়াহিদুর ইসলাম (এমবিবিএস, ময়মনসিংহ)। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী আলীনুর হোসেন। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সত্যিকার অর্থেই শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা এই কাজের মাধ্যমে এক মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল এবং তারা সংস্থার বিভিন্ন কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। আগত অতিথি ও সেবাগ্রহণকারী সকলে পিকেএসএফ ও শাপলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ সংস্থা দুটির উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।