শাপলার উদ্যোগে ফ্রি গাইনী ও অর্থোপেডিক ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট: জুন ১০, ২০২৪, ১০:০৮ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার রাজশাহী জেলার তানোর কর্ম এলাকায় সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে ১৭১ জন অসহায় দুস্থ নারী-পুরুষকে বিশেষজ্ঞ গাইনী ও অর্থোপেডিক ডাক্তার দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিয়ান্ড ফার্মাসিটিক্যাল এর রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শহিদুল ইসলাম। সভার সভাপতিত্ব করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী আলীনুর হোসেন।

চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মোঃ জাহিদুল ইসলাম এমবিবিএস, এমপি এইস ডি-অর্থো বিসিএস (স্বাস্থ্য) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও ডা. সাদিয়া শারমিন সুলতানা এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য) এমসিপিএস, এফসিপিএস(অবস এন্ড গাইনী) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা মাসুম রেজা। অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, সত্যিকার অর্থেই শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। পাশাপাশি তারা সংস্থার বিভিন্ন কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। সবশেষে অতিথি এবং সেবা গ্রহণকারীগণ পিকেএসএফ ও শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উত্তরোত্তর সমৃািদ্ধ ও সফলতা কামনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ