শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার এজিএম অনুষ্ঠিত

আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৪, ১০:২৪ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সংস্থার নগরীস্থ সপুরায় প্রধান কার্যালয় কনফারেন্স হলে সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহসিন আলী স্বাগত বক্তব্য প্রদান করেন।



অতঃপর তিনি বার্ষিক সাধারণ সভায় গত অর্থবছরের অর্থাৎ জুলাই ২০২৩ থেকে জুন ২০২৪ মেয়াদের সংস্থার কার্যক্রম সংক্রান্ত এবং গত জুলাই ২০২৩ থেকে জুন ২০২৪ বছরের সংস্থার আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। উপস্থাপিত বিষয় হাউসে আলোচনা ও পর্যালোচনা হয় এবং সর্বসম্মতিক্রমে তা সভায় গৃহিত হয়।

এরপর সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহসিন আলী হাউসে জুলাই ২০২৪ হতে জুন ২০২৫ মেয়াদের সংস্থার কার্যক্রম এর পরিকল্পনা এবং সংস্থার কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ নাসরিন সুলতানা জুল্ইা ২০২৪ হতে জুন ২০২৫ অর্থবছরের জন্য সংস্থার বাজেট হাউসে উপস্থাপন করেন। উপস্থাপিত কার্যক্রম ও বাজেট নিয়ে হাউসে বিস্তারিত আলোচনা, পর্যালোচনা ও পুংখানুপুংখু বিশ্লেষণ শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিতে তা হাউসে অনুমোদিত হয়।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি আইয়ুব আলী। সবশেষে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় যেখানে সাধারণ পরিষদের সকল সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ (সংস্থার সুহৃদ) অংশগ্রহণ করেন এবং সংস্থার সার্বিক ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ