রবিবার, ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতায় শাপলা স্কুলের উদ্যোগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ০৯টায় শাপলা এর রাজশাহীস্থ সপুরায় শাপলা স্কুলের কনফারেন্স হলে বসন্ত বরণ উৎসব উদ্যাপন, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে ক্রীড়া, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। বিশেষ অতিথি ছিলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি আব্দুর রউফ কবিরাজ।সভাপতি হিসেবে ছিলেন সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি আইয়ুব আলী।
সকাল ৯টায় আউটডোরে প্রি-প্লে, প্লে ও নার্সারী শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর ইনডোরে শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে বিভিন্ন ধরণের সাংস্কুতিক কর্মকান্ড ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানের প্রথমে কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীত এর মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয় এবং প্রথমে বসন্ত বরণ এবং শাপলা স্কুল সম্পর্কে আলোচনা করা হয়। অতঃপর ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার উর্ধ্বতন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের স্টাফ, শাপলা স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার এইচ আর এন্ড এডমিন এর সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।
সবশেষে শাপলা কালচারাল স্কুল ও শাপলা স্কুল এর শিক্ষার্থী, স্টাফ এর সমন্বয়ে বসন্ত বরণ, দেশের গান, ফোক গান ও নাচসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।