শাফিনা মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে এমপি বাদশাকে সংবর্ধনা

আপডেট: মে ১২, ২০২৪, ১০:৫৫ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে সংবর্ধনা দেয়া হয়েছে। সেই সাথে ২০২৪ সালের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। রোববার (১২ মে) সকালে কলেজ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়।

হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রি কলেজের গভর্নিংবডির সভাপতি উপাধ্যক্ষ রইসুদ্দীনের সভাপতিত্বে এবং কলেজের অধ্যক্ষ তাজবুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন, বরেন্দ্র বিশ^বিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ হাবিবুল্লাহ। এছাড়াও গভর্নিংবডির অন্যান্য সদস্য ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি সাংসদ শফিকুর রহমান বাদশাকে ফুলদিয়ে বরণে করে নেয় শিক্ষার্থীরা। একে একে অন্য অতিথিদেরকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর ক্ষুদে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে সংগীত পরিবেশন করে। পরে কলেজের সাফল্য সম্ভাবনা ও সমস্যা তুলে ধারে বক্তব্য দেন, অধ্যক্ষ তাজবুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version