শারীরিক শিক্ষা আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

আপডেট: মে ২৩, ২০২৪, ১১:১২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজে দুই দিনব্যাপি আন্তঃকলেজ প্রতিযোগিতার সমাপনী হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে এই প্রতিযোগিতার পর্দা নামে।
প্রতিযোগিতার আয়োজন করে ক্রীড়া পরিদফতর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সহযোগিতা করে রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ। এসময় প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া পরিদফতরের পরিচালক ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আ.ন.ম তরিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজেরে উপধাক্ষ্য মাহবুবুর রহমান।

দেশের ছয়টি শারীরিক শিক্ষা কলেজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কলেজগুলো হলো, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল ও বাগেরহাট। এগুলো সব শারীরিক শিক্ষা কলেজ।
শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট চারটি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ভলিভল ছাত্রে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী। রানার্সআপ হয়েছে ময়মনসিংহ। ভলিভল ছাত্রীতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা, রানার্সআপ হয়েছে বাগেরহাট। এছাড়াও দীর্ঘ লাফে ছাত্রে প্রথম হয়েছে রাজশাহী, ছাত্রীতে ঢাকা। ব্যাডমিন্টন একক বালকে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা, রানার্সআপ হয়েছে বাগেরহাট।

বালিকায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা, রানার্সআপ রাজশাহী। দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা, রানার্সআপ হয়েছে বাগেরহাট। ১০০ মিটার দৌড়ে বালকে প্রথম ঢাকা, বালিকাতেও ঢাকা প্রথম হয়েছে। গোলক নিক্ষেপে বালকে প্রথম হয়েছে চট্টগ্রাম আর বালিকাতে প্রথম হয়েছে ঢাকা। পয়েন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা।

Exit mobile version