শার্লটসভিল: ‘অশুভ বর্ণবাদের’ নিন্দা ট্রাম্পের

আপডেট: আগস্ট ১৬, ২০১৭, ১:০৬ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


ভার্জনিয়ার শার্লটসভিলে উগ্র ডানপন্থীদের মিছিল-সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে একজন নিহত হওয়ার দুই দিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্ণবাদী সংঘর্ষের বিরুদ্ধে কথা বলেছেন।
শনিবারের ওই সংঘর্ষের জন্য তিনি শ্বেতাঙ্গ বর্ণবাদীদের দায়ী করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বর্ণবাদ অশুভ, যারা এর নামে সংঘর্ষ ঘটিয়েছে তারা অপরাধী এবং খুনি।”
কু ক্লাক্স ক্ল্যান, নব্য-নাৎসি এবং শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীরা আমেরিকানদের প্রিয় সবকিছুর ‘বিরোধী’বলেও মন্তব্য করেন ট্রাম্প।
ওই সংঘর্ষের ঘটনার পর দেওয়া প্রাথমিক প্রতিক্রিয়ায় শ্বেতাঙ্গ বর্ণবাদীদের স্পষ্ট সমালোচনা না করায় সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। দলের ভেতরেও তার অবস্থান প্রশ্নের মুখে পড়ে। এই কারণে ট্রাম্পের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মার্ক অ্যান্ড কো ইঙ্ক ফার্মার প্রধান নির্বাহী কেনেথ ফ্র্যাজিয়ার।
ওইদিন শার্লটসভিলে কট্টর ডানপন্থি শ্বেতাঙ্গবাদীদের সমাবেশ প্রতিরোধকারীদের একটি জমায়েতের ওপর একটি গাড়ি উঠে গেলে হিদার হেয়ার নামে ৩২ বছর বয়সী এক নারী নিহত হন; আহত হন আরও অন্তত ১৯ প্রতিবাদকারী।
এ ঘটনার জন্য সোমবার জেমস অ্যালেক্স ফিল্ডস নামে ২০ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।
খুন, প্রতিহিংসাপরায়ণতা থেকে জখম করা এবং হামলার পর দৌড়ে পালানোর তিনটি অভিযোগ আনা হয়েছে ফিল্ডসের বিরুদ্ধে। ফিল্ডস কারাগার থেকে ভিডিওযোগে জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে দেয়।
অভিযুক্ত এ যুবক ‘নাৎসিদের প্রতি সহানুভূতিশীল’ এমনটাই ভাবা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। এ ঘটনায় নাগরিক অধিকার বিষয়ক একটি তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
ঘটনার দুদিন পর সোমবার ট্রাম্প তার নিউ জার্সির গল্ফ এস্টেট বেডমিনস্টার থেকে হোয়াইট হাউসে ফিরে ঘটনার নিন্দা জানান।
তিনি বলেন,“ঘৃণা, গোঁড়ামি ও সংঘর্ষের ভয়াবহ এ প্রদর্শনীর নিন্দা জানাই আমরা। আমেরিকায় এর কোনো স্থান নেই। গোঁড়ামির নামে যারা সংঘর্ষ ছড়িয়েছে তারা আমেরিকার একেবারে কেন্দ্রে আঘাত হেনেছে।”
বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সংঘর্ষে নিহত হেয়ারের পাশাপাশি ওই সময় নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানান। শার্লটসভিলের ঘটনা সামলাতে যাওয়া ওই দুই কর্মকর্তা হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান।
হেয়ারের মা সুসান ব্রো বিবৃতির জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। এনবিসি নিউজকে দেয়া এক বিবৃতিতে সুসান ঘটনার দিন আঘাতপ্রাপ্ত সরকারি দুই কর্মকর্তার পরিবারের প্রতিও সমবেদনা জানান।
যদিও নাগরিক অধিকারকর্মীদের ভাষ্য, উগ্র শ্বেতাঙ্গবাদীদের নিন্দায় দেরি করে ফেলেছেন ট্রাম্প। কট্টর ডানপন্থিদের কঠোর সমালোচনায় ৪৮ ঘণ্টা সময় নেওয়ায় অনেকেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
তথ্যসূত্র: বিডিনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ