শাস্ত্রীর সেরা অধিনায়কদের তালিকায় নেই গাঙ্গুলী!

আপডেট: জানুয়ারি ১০, ২০১৭, ১২:০৩ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



উইজডেন ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে ভারতের সাবেক টিম ডিরেক্টার শাস্ত্রী ভারতীয় সেরা অধিনায়কদের তালিকা থেকে বাদ দিয়েছেন গাঙ্গুলীকেই! এমনকি অধিনায়কত্ব ছাড়ার পর মহেন্দ্র সিং ধোনিকেই ‘দাদা-ক্যাপ্টেন’ তকমা জুড়ে দিয়েছেন তিনি।
রবি শাস্ত্রী ও সৌরভ গাঙ্গুলীর শীতল সম্পর্ক এখন আর লুকানো কোনও কিছু নয়। ভারতীয় ক্রিকেটে কোচ অনিল কুম্বলের নিয়োগ নিয়ে কাঁদা ছুড়াছুড়ি শুরু। এরপর বেশ কয়েকবারই উন্মুক্তভাবে কথার লড়াইয়ে মেতেছেন। যদিও সরাসরি নয়। কখনও কৌশলে বা কখনও নাম নিয়ে। এবারও একই কাজ করলেন রবি শাস্ত্রী। অধিনায়কত্ব ছাড়ার পর মহেন্দ্র সিং ধোনিকেই ‘দাদা-ক্যাপ্টেন’ তকমা জুড়ে দিয়েছেন তিনি।
শুধু তাই নয়, উইজডেন ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক টিম ডিরেক্টার শাস্ত্রী ভারতীয় সেরা অধিনায়কদের তালিকা থেকে বাদ দিয়েছেন গাঙ্গুলীকেই! ধোনীর পাঁড় ভক্ত শাস্ত্রী বলেছেন, ‘দাদা ক্যাপ্টেন কে আমার সালাম। ধোনি সবকিছুই জিতে নিয়েছে। তার নিজেকে প্রমাণ করার কিছুই নেই। আর এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কোহলি নিজেকে প্রস্তুত করতে সময় পাবে।’
শাস্ত্রী আরো যোগ করেন, ‘ধোনির নিজেকে প্রমাণ করার কিছুই নেই। কারণ সেই ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। তার পরেই রয়েছেন কপিল দেব, অজিত ওয়েদেকার এবং অবশ্যই পতৌদি। এর পর আর কেউ নেই।’-বাংলা ট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ