শাহদতের দৃঢ় ব্যাটিংয়ে টাউন ক্লাবের জয় || ৫ ও ৬ ফেব্রুয়ারি লিগের খেলা বন্ধ থাকবে

আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০১৭, ১২:১৩ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক



জয়পুরহাটের ছেলে শাহদত। দীর্ঘদিন ধরে রাজশাহীর ক্রিকেটে বিচরণ। তার চেনাচেনা মাঠ নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম। আর এই অতি পরিচিত মাঠে গতকাল আগমনী ক্রীড়া চক্রের বিরুদ্ধে ৮৮ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন। তার এই ইনিংসের ওপর ভর করে রাজশাহী প্রিমিয়র ডিভিশন ক্রিকেট লিগের আসরে বর্তমান চ্যাম্পিয়ন দল টাউন ক্লাব পেয়েছে সহজ জয়। তারা ৫৭ রানে হারিয়েছে আগমনী ক্রীড়া চক্রকে।
প্রথমে টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নগরীর নিউমার্কেট এলাকার দল টাউন ক্লাব। ৪৯.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৫০ রান করে। দলের মিডিল অর্ডার ব্যাটসম্যান শাহদত ১১০ বলে ৮৮ রান করেছেন। এই রান করতে তিনি ৭টি চার ও ৩টি ছক্কা মারেন। এছাড়া দলের ওপেনার শাহারিয়ার ৩৩, অভিষেক মিত্র শষী ২৫, কানন ২৬, জনি ১৭ ও সাদ ১৬ রান করেছেন। প্রতিপক্ষ দলের বোলার সুমন ১০ ওভারে ২৫ রান দিয়ে ৪টি ও জোজ ৮দশমিক ২ ওভারে ৩৫ রান দিয়ে ৩টি এবং তমাল ১০ ওভারে ৫৩ রানে ২টি উইকেট লাভ করেন। জবাবে ২৫১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে। দলের ওপেনার রমজান ১০১ বলে ৩টি চার ও ২টি ছয়ে ৬১ রান করেছেন। এছাড়া দলের স¤্রাট ৩৬, তমাল ২১ ও ফারুক ১৭ রান করেছেন। টাউন ক্লাবের রশিদ ১০ ওভারে ২৮ রান দিয়ে ৩টি ও অভিষেক মিত্র শষী ২ টি উইকেট লাভ করেন।
এদিকে রাজশাহী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট সমিতির সম্পাদক ইনতেখাব আলম বাবর জানিয়েছেন, আগামী ৫ ফেব্রুয়ারি ও ৬ ফেব্রুয়ারি দুইদিন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলা বন্ধ থাকবে। তবে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে লিগের খেলা বডিলি শিফট হয়ে পুনরায় শুরু হবে।