রবিবার, ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
বিশ্ববিদ্যালয়ের অ্যানেক্স ভবনের সামনে থেকে আরও সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে
সোনার দেশ ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি ছাত্র হলের পকেট গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অ্যানেক্স ভবনের সামনে থেকে আরও সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আজ সকাল ৬টার দিকে ঢাবির কাজী মোতাহার হোসেন ভবনের পাশে কাঠবাদাম গাছের নিচে অবিস্ফোরিত অবস্থায় সাতটি ককটেল পাওয়া যায়। ককটেলগুলো প্রথমে সিকিউরিটি গার্ড দেখে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশকে অবহিত করেন।
পরবর্তী সময়ে ৯টা ২০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট এর একটি দল এসে ককটেলগুলো উদ্ধার করে নিয়ে যায়।
প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, মেডিক্যাল সেন্টার ও অ্যানেক্স ভবন এলাকার দুটি স্থানে সাতটি ককটেল পাওয়া গেছে। একটি স্থানে চারটি এবং আরেকটি স্থানে তিনটি ছিল। ভোরের দিকে হলের পকেট গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সেটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা নয়।
এদিকে এই ককটেল বিস্ফোরণের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ শাহবাগ থেকে পরীবাগের দিকে একটি ঝটিকা মিছিল করেছে বলেও জানান প্রক্টর। এ ঘটনায় একজনকে আটক করার কথাও জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পুলিশের বক্তব্য জানা সম্ভব হয়নি।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন