রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
টেনিস সার্কিট কাঁপানোর পাশাপাশি এক সময়ে দেশের বহু পুরুষ হৃদয়ে ঝড় তুলেছিলেন সানিয়া মির্জা। এবার বহুল আলোচিত এক ওটিটি প্ল্যাটফর্মে ‘ দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’তে অতিথি হিসাবে হাজির হয়ে নিজের বায়োপিক নিয়ে মুখ খুললেন সানিয়া। পাশাপাশি অক্ষয় কুমার এবং শাহরুখ খানের প্রতি নিজের ভাল লাগার কথাও অকপটে স্বীকার করে নিলেন তিনি।
হিন্দি ছবি যে দেখতে তিনি বেশ পছন্দ করেন সে কথা একাধিক সাক্ষাৎকারে কবুল করেছেন সানিয়া। বিশেষ করে বলিউডের স্পোর্টস পিক ঘটনার ছবি তাঁর খুব পছন্দের। তে আড্ডা চলাকালীন কপিল শর্মা সানিয়াকে জানান, মেরি কমের বায়োপিকে নামভূমিকায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, অন্যদিকে ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের চরিত্রে পর্দায় ধরা দিয়েছেন প্রিয়াঙ্কার তুতো বোন তথা বলি-অভিনেত্রী পরিণীতি চোপড়া।
এরপরেই তাঁর প্রশ্ন ছিল,কোন অভিনেত্রীকে নিজের বায়োপিকে দেখতে চাইবেন সানিয়া? সোনা মাত্রই প্রাক্তন টেনিস খেলোয়াড়ের সহাস্য জবাব,” আমার বালতি কে আমি নিজেই হয়তো অভিনয় করতে পারি!”
সানিয়ার কথার রেশ টেনে প্রায় সঙ্গে সঙ্গে কপিল বলে ওঠেন, ” আমার শোতে শাহরুখ খান একবার বলেছিলেন যে কোনওদিন যদি সানিয়া মির্জার বায়োপিক তৈরি হয়,তাহলে সেই ছবিতে আমি সানিয়ার প্রেমিকের চরিত্রে অভিনয় করতে চাইব”।
সব শুনে সানিয়ার জবাব, ” শাহরুখ যদি আমার বায়োপিকে অভিনয় করেন তা হলে হয়তো আমি সেই ছবিতে নিজের চরিত্রেই অভিনয় করব। তবে যদি অক্ষয় কুমার অভিনয় করেন, তা হলে তো আমি অভিনয় করবই!”
তথ্যসূত্র: আজকাল অনলাইন