শাহরুখকে খুনের হুমকি! গ্রেপ্তার আইনজীবী

আপডেট: নভেম্বর ১২, ২০২৪, ১২:২৩ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


এবারের জন্মদিনে মন্নতের ছাদে দেখা যায়নি শাহরুখ খানকে। কারণ? মনে করা হচ্ছে, নিরাপত্তার জেরেই এই সিদ্ধান্ত ‘বাদশা’র। এনসিপি (অজিজ) নেতা বাবা সিদ্দিকির হত্যার পর খুনের হুমকি পেয়েছিলেন সলমন খান। ঠিক তার পরই শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সেই ঘটনায় গ্রেপ্তার আইনজীবী। এমনই খবর পাওয়া গিয়েছে।

মুম্বই পুলিশের কাছে উড়ো ফোন এসেছিল। সেই ফোনেই শাহরুখ খানকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। বলা হয়, ৫০ লক্ষ টাকা না দিলে খুন হবেন শাহরুখ খান। ফোনের লোকেশন যাচাই করে ছত্তিশগড়ে পৌঁছে যায় মুম্বই পুলিশ।

জানা যায়, ফয়জান খান নামের এক ব্যক্তির নম্বর থেকেই ওই হুমকি ফোন গিয়েছিল পুলিশের কাছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিযোগ দায়ের করে তৎক্ষণাৎ ঘটনার তদন্ত শুরু করে দেয় মুম্বই পুলিশ।
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ‘ডাকাতিয়া বাঁশি’র ম্যাজিক, ‘ব্লকবাস্টার’ গান নিয়ে কী লিখলেন শিবপ্রসাদ?

এর পরই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। ফয়জান খানের বাড়িতে যায় পুলিশের একটি টিম। সেখানে গিয়ে তদন্তকারী পুলিশকর্মীরা জানতে পারেন, ফয়জান নামের ওই ব্যক্তি পেশায় উকিল। ফয়জানের দাবি ছিল, গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে তাঁর মোবাইল ফোন চুরি হয়।

সেই মর্মে স্থানীয় থানায় একটি অভিযোগও দায়ের করা রয়েছে বলেও দাবি করা হয়। তবে শোনা গিয়েছে, ফয়জানের বক্তব্যে সন্তুষ্ট নয় মুম্বই পুলিশ। সেই কারণেই এই গ্রেপ্তারি। ছত্তিশগড় থেকে আইনজীবীকে গ্রেপ্তার করা হয়।

শোনা এও গিয়েছে, এর আগে বান্দ্রা থানায় শাহরুখের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ফয়জান। তাঁর অভিযোগ ছিল, ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘আঞ্জাম’ ছবিতে এক হরিণ হত্যার দৃশ্য ছিল। অভিনেতা নাকি এমন দৃশ্যের মাধ্যমে দুই ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করছেন।

রটনা, শাহরুখের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগও এনেছিলেন ফয়জান। প্রসঙ্গত, প্রাণনাশের হুমকির পরই শাহরুখের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ওয়াই প্লাস নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছেন বলিউড বাদশা।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ