শাহীন স্কুল রাজশাহী শাখার ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০১৭, ১২:১২ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি



শাহীন স্কুল রাজশাহী শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নগরীর উপশহর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার শাহীন স্কুলের চেয়ারম্যান মাছুদুল আমীন শাহীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবী ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার রেনী। প্রধান অতিথির বক্তব্যে তিনি লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী বলেন, মেধা বিকাশে মাঠে খেলাধুলা করার বিকল্প নেই। তিনি অভিভাবকদের উদ্দেশে আরো বলেন, দয়া করে আপনারা সন্তানের হাতে স্মার্টফোন তুলে দিবেন না।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল, রাজশাহী শাখার পরিচালক মো. হাবিবুর রহমান হবীব, আব্দুল্লাহ আল মামুন ও শাহেদ হাসান প্রমুখ।
এর আগে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাছুদুল আমীন শাহীন ও বিশেষ অতিথি অধ্যাক্ষ মোস্তফাফিজুর রহমান মানজাল জাতীয় পতাকা উত্তলন শেষে বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।