রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
শাহ্ মখদুম মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), অধ্যাপক ডা, হাসানুজ্জামান হাসুর সভাপতিত্বে গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় প্রথমবর্ষ এমবিবিএস (৪র্থ ব্যাচ) এর ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন এবং রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হাবিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেডিসিন বিভাগের, বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অজিজুল হক, শাহ্ মখদুম মেডিকেল কলেজ, রাজশাহীর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীন।