সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
গত কয়েকদিনে জেকে বসা শীত আর হিমেল হাওয়ায় কাহিল জনজীবন। বিশেষ করে ছিন্নমূল অসহায় মানুষরা কষ্ট পাচ্ছেন সবচেয়ে বেশি। ছিন্নমূল সেসব মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে শাহ নেয়ামতুল্লাহ কলেজ শাখা ছাত্রলীগ।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে শাহনেয়ামতুল্লাহ কলেজের সামনে ছিণ্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন শাহ নেয়ামতুল্লাহ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রুবেল আলী মন্ডল।
এসময় তিনি বলেন, সবসময়ই সাধারন মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তীব্রশীতে সাধারন খেটে খাওয়া অসহায় মানুষ গুলো কষ্ট পাচ্ছে। নিজ নিজ অবস্থান থেকে আমরা যদি একটু উষ্ণতার পরশ ছড়িয়ে দেয়, তাহলেই হাসি ফুটবে এসব মানুষের মাঝে। কম্বল বিতরণে শাহনেয়ামতুল্লাহ কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।