শাহ মখদুম কেন্দ্রীয় ইদগাহ সংলগ্ন পুকুর উন্নয়ন কাজ পরিদর্শন করলেন রাসিক মেয়র

আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৪, ১০:১৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:শাহ মখদুম কেন্দ্রীয় ইদগাহ সংলগ্ন পুকুর উন্নয়ন কাজ পরিদর্শন করলেন রাসিক মেয়র লিটন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার দুপুরে শাহ মখদুম কেন্দ্রীয় ইদগাহ সংলগ্ন পুকুরের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন রাসিক মেয়র । পরিদর্শনকালে তিনি কাজের সার্বিক বিষয়ে সংশ্লিষ্টদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

প্রকল্প সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলী জানান, রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর বিভিন্ন জলাশয় উন্নয়ণ কাজের মধ্যে ৬ বিঘা আয়তনের শাহ মখদুম ইদগাহ সংলগ্ন পুকুর উন্নয়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ কোটি টাকা। প্রকল্পের মধ্যে রয়েছে পুকুর উন্নয়ন ও সংস্কার কাজের মধ্যে রয়েছে পুুকুরের চতুপাশে রয়েছে ৮ ফুট প্রশস্ত ফুটপাত, ল্যান্ড স্কেপিং, ৬টি সিড়ি ও গ্রীন বক্স করা হবে। এটির কাজ সম্পন্ন হলে পরিবেশ উন্নয়নসহ বিনোদন কেন্দ্রে পরিণত হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

পরিদর্শনকালে রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনি, সংরক্ষিত আসনের কাউন্সিলর শিউলি, সংরক্ষিত আসনের কাউন্সিলর সেবুন নেসা, সংরক্ষিত আসনের কাউন্সিলর ফেরদৌসি, সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ