শিক্ষাঙ্গনই এইচআইভির আঁতুড়ঘর! মারণ রোগে ত্রিপুরায় মৃত ৪৭ পড়ুয়া, আক্রান্ত ৮২৮

আপডেট: জুলাই ৯, ২০২৪, ১২:০১ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


ত্রিপুরায় উদ্বেগজনকভাবে বাড়ছে এইচআইভি সংক্রমণ। ইতিমধ্যেই সংক্রমণের বলি ৪৭ জন পড়ুয়া। এইচআইভি পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে ৮২৮ জনের। এরা সকলেই রাজ্যের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আরও স্পষ্ট করে বললে, ২২০টি স্কুল, ২৪টি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এমনটাই দাবি ত্রিপুরা স্টেট এডস কন্ট্রোল সোসাইটির (টিসিএসিএস) রিপোর্টে। টিসিএসিএস-এর এক আধিকারিক জানিয়েছেন, ‘‘এখনও পর্যন্ত আমরা ৮২৮ জন এইচআইভি পজিটিভ পড়ুয়ার নাম নথিবদ্ধ করেছি।

এর মধ্যে ৪৭ জনের মৃত্যু হয়েছে, ৫৭২ জন এখনও বেঁচে আছেন এবং এখনও এই রাজ্যে আছেন। বাকিরা উচ্চশিক্ষার জন্য রাজ্যের বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চলে গিয়েছেন বলেই খবর।’’

শুধু তাই নয়, রিপোর্টে এ-ও জানা গিয়েছে যে, ২০২৪ সালের মে মাস পর্যন্ত ত্রিপুরায় মোট সক্রিয়, নথিবদ্ধ এইচআইভি আক্রান্তের সংখ্যা ৮,৭২৯ জন। এই তালিকাটিতে অবশ্য শুধু পড়ুয়ারা নন, সমাজের নানা স্তরের-বয়সের এবং পেশার মানুষ আছেন।

রাজ্যের বিভিন্ন ‘এআরটি’ (অ্যান্টি-রেট্রোভাইরাল থেরাপি) সেন্টারগুলিতে এই আক্রান্তদের নাম রয়েছে। এর মধ্যে এখনও বেঁচে আছেন ৫,৬৭৪ জন (পুরুষ ৪,৫৭০ জন, মহিলা ১,১০৩ জন এবং এক জন রূপান্তরকামী)।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ