সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের অফিসে সংরক্ষিত কিছুসংখ্যক শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি এর মূল নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্ত কাগজপত্রগুলো পুনঃউত্তোলনে বিভাগগুলোর পক্ষ থেকে সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক কাজী রবিউল আলম স্বাক্ষরিত এক নোটিশে এই বিষয়টি জানানো হয়।
নোটিশে বলা হয়, বিভাগের একাডেমিক কমিটির সভায় বিভাগ শিক্ষার্থীদের মূল নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়ে আন্তরিকভাবে দূঃখ প্রকাশ করেছে এবং এ বিষয়ে ভবিষ্যতে আরো সতর্ক হওয়ার অঙ্গীকার জ্ঞাপন করেছে। নোটিশে আরও বলা হয়েছে, বিভাগে সর্বমোট ৭৯ জন শিক্ষার্থির মূল নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সংরক্ষিত ছিলো। এর মধ্যে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ৮ জন এবং ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ০৫ জন, মোট ১৩ জন শিক্ষার্থীর মূল নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ক্ষতিগ্রস্থ হয়েছে। অবশিষ্ট ৬৬ জন শিক্ষার্থীর মূল নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ড অক্ষত আছে এবং সেগুলো শিক্ষার্থীদের নিকট যতদ্রুত সম্ভব যথাযথভাবে হস্তান্তর করা হবে।
নোটিশে আরও বলা হয়, ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের আশ্বস্থ করা যাচ্ছে যে, মূল নম্বরপত্র/রেজিস্ট্রেশন কার্ড শিক্ষাবোর্ড থেকে পুনঃউত্তোলনেন বিষয়ে বিভাগ সকল ধরণের সহায়তা প্রদান করতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এ সংক্রান্ত বিস্তারিত ও অন্যান্য সিদ্ধান্তগুলো শিক্ষার্থীদের সাথে সরাসরি সাক্ষাতের মাধ্যমে অবহিত করা হবে।
নোটিশের বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক রবিউল আলম বলেন, আমরা আজ বিভাগে একটা জরুরি মিটিং করি। যেসকল শিক্ষার্থীদের কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে তা পুনঃউত্তোলনে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। বিশ্ববিদ্যালয় যখন বন্ধ ছিলো তখন এটা ঘটেছে। এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি।