মঙ্গলবার, ১৭ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৩ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ফটো)
সোনার দেশ ডেস্ক:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সব দাবি-দাওয়া বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘পুলিশি অ্যাকশন হয়েছে, এটি দুঃখজনক। অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। যে কারণে তারা আন্দোলন করেছেন, সেই সকল দাবির পক্ষে আমরাও। আমরা সমস্যার সমাধান করবো।’
বুধবার (২৬ জানুয়ারি) রাজধানীর হেয়ার রোডে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতি আমার আস্থা আছে। আমি মনে করি, আমার প্রতিও তাদের আস্থা রয়েছে। নিশ্চয় তারা আন্দোলন প্রত্যাহার করে নেবেন।
শিক্ষামন্ত্রী বলেন, অনশনের অষ্টম দিন আজ সকালে অনশন ভেঙেছেন তারা। আমরা এতে আনন্দিত। যা ঘটেছে তা সুষ্ঠুভাবে দেখার সুযোগ হলো। যারা আন্দোলনে ছিলেন তাদের সঙ্গে কথা হয়েছে। তাদের সব সমস্যার সমাধান করতে চাই। আশা করি, তারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবেন।
তিনি বলেন, শাহজালালে যেসব সমস্যার কথা বলা হয়েছে তা প্রায় সব বিশ্ববিদ্যালয়ে আছে। আমরা সবগুলো সমাধান করবো।
দীপু মনি বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে প্রধানমন্ত্রী অবহিত আছেন। প্রধানমন্ত্রীর প্রতিও শিক্ষার্থীদের আস্থা রয়েছে।- বাংলা নিউজ