বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
অনুষ্ঠানে বক্তব্য দেন কোর্ট মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা-সোনার দেশ
রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের সম্মান শেষবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের সেরা কলেজের সঙ্গে পাল্লা দিয়ে ভালো ফলাফল করে। লেখাপড়ার পাশাপাশি বির্তক প্রতিযোগিতা, নাচ-গান, আবৃতি সহ বিভিন্ন সহপাঠ কার্যক্রমে ভালো করছে। যার মাধ্যমে তারা স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে সুনাগরিক হয়ে গড়ে উঠছে। তাই বিদায়ী শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসেবে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়। রাজশাহী কোর্ট কলেজের শিক্ষার্থীরা একদিন কোর্ট কলেজের সুনাম অর্জন করবে। গতকাল মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় আয়োজিত ২০১২-১৩ শিক্ষাবর্ষের সম্মান শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ একেএম কামরুজ্জামানের সভাপতিত্বে ও বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী শামীউল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুরস্কারপ্রাপ্ত জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক নেতা ও রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভেজ আলম।
শহীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিটি নিরবতা পালন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন, বাংলা বিভাগের সম্মান শ্রেণির শিক্ষার্থী আবু তালেব, গীতা পাঠ করেন, অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণির শিক্ষার্থী শেফালী ঘোষ। বাইবেল পাঠ করেন, সম্মান শ্রেণির শিক্ষার্থী ইলিয়াস মার্ডি এবং মানপত্র পাঠ করেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনুপমা বর্মন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বাংলা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শামীম জামান। বিদায়ী শিক্ষার্থীদেও মধ্যে থেকে বক্তব্য দেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান শেষ বর্ষের বিদায়ী শিক্ষার্থী রাশিদা খাতুন, বাংলা বিভাগের সম্মান শেষ বর্ষের বিদায়ী শিক্ষার্থী আমির হামজা। শিক্ষকদের মধ্যে থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক নাহিদা বেগম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মিজানুর রহমান, বাংলা বিভাগের প্রভাষক জসীম উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় থেকে প্রথমবারের মত বাংলা বিভাগের উদ্যোগে প্রকাশিত স্মরণিকা ‘স্মৃতির আতর’র মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।