মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ১ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে শিক্ষার্থীদের উপর শারীরিক নির্যাতনের অভিযোগে এনামুল হক নামে এক শিক্ষককে তিন মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। রোববার রাতে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আহম্মেদপুর মহিউস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
ইউএনও জাহাঙ্গীর আলম জানান, করোনাকালে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আহম্মেদপুরে একটি হাফেজিয়া মাদ্রাসা চালু করে সেখানে শিক্ষার্থীদের উপর শারীরিক নির্যাতন করা হচ্ছে বলে খবর আসে। খবর পেয়ে রাতেই মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে অভিযুক্ত শিক্ষক এনামুলকে তাৎক্ষণিক উপস্থিত মাদ্রাসার সভাপতি তিন মাসের জন্য বরখাস্ত করেন। তিনি আরও জানান, শুধুমাত্র এতিম শিশুরা মাদ্রাসায় থাকবে বাকিরা করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরে আসবে।