শিক্ষার আলো ছড়াবে বাগাতিপাড়া বহুমুখী সমাজকল্যাণ সংস্থা

আপডেট: জুন ১১, ২০২৫, ৮:৩৩ অপরাহ্ণ

বাগাতিপাড়া প্রতিনিধি:


শিক্ষার আলো ছড়াবে বাগাতিপাড়া বহুমুখী সমাজকল্যাণ সংস্থা বলে প্রত্যাশা করেছেন আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সিদ্দিকুর রহমান। বুধবার (১১ জুন) সকালে নাটোরের বাগাতিপাড়া বহুমুখী সমাজকল্যাণ সংস্থার আয়োজনে উপজেলার মালঞ্চি রেলগেট সংলগ্ন সংস্থার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ প্রত্যাশার কথা জানান তিনি। এছাড়া আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট কলাম লেখক ড. আবু সালেহ মুহাম্মদ তোহা।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘২০০৩ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা অত্র উপজেলার মেধাবী শিক্ষার্থীদের পাশে আছে। আমি নিজেও এই সংস্থার মাধ্যমে বাগাতিপাড়ার শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ সবসময় থাকবো। বিগত দিনে এই সংস্থার সহযোগীতায় এ উপজেলার মেধাবী শিক্ষার্থীরা লেখাপড়া করে সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দেশের জন্য কাজ করে যাচ্ছে। আগামীতে এর সংখ্যা অনেক বেশি দেখতে চাই। আমি প্রত্যাশা করছি এই সংস্থা উপজেলা জুড়ে শিক্ষার আলো ছড়াবে।’

এ সময় বাগাতিপাড়া সরকারি কলেজের অধ্যাপক (অব.) আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও বাগাতিপাড়া বহুমুখী সমাজকল্যাণ সংস্থার সভাপতি মুহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী কলেজের সহকারী অধ্যাপক সাজেদুর রহমান, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির সভাপতি সাজেদুর রহমান সাজ্জাদ, পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার শামসুল আরেফীন, শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদের ও বাগাতিপাড়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক (অব.) গাজিজুর রহমান এবং খন্দকার আব্দুল মঈদ।

অনুষ্ঠানের প্রধান আলোচক সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট কলাম লেখক ড. আবু সালেহ মুহাম্মদ তোহা জানান, ‘পাঠ্য বাইয়ের পাশাপাশি সকল মুসলিমকে কোরআন পড়া অত্যন্ত জরুরি। কেননা আল্লাহর কালাম কোনো মানুষের কালামের মতো নয়। অনুরূপ কালাম রচনা করা কোনো সৃষ্টির পক্ষে সম্ভব নয়। আল্লাহর কিতাবের আদেশ নিষেধ মেনে চলতে হবে ও ‘মুতাশাবিহ’ বা অস্পষ্ট অর্থবোধক আয়াতসমূহের ওপরে ঈমান রাখতে হবে যে, এগুলোর প্রকৃত তাৎপর্য কেবলমাত্র আল্লাহ-ই জানেন। যা অমুসলিম বিদ্বানদের অহঙ্কার চূর্ণ করার জন্যই নাজিল হয়েছে। কোরআনের মাধ্যমে আমরা সকল ধরণের জ্ঞান অর্জন করতে পারি। যা একজন মানুষকে ভালোমনের অধিকারী হিসেবে তৈরি করবে। তাই আস্তে-আস্তে এই সংস্থার মাধ্যমে পাঠ্যপুস্তকের পাশাপাশি কোরআন শিক্ষার ক্ষেত্রেও শিক্ষার্থীদের সহযোগীতা করা যেতে পারে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ