শিক্ষা অফিসের গাফিলতি ।। বড়াইগ্রামে ১৩ দিনেও বেতন পান নি ৪৮১ শিক্ষক

আপডেট: আগস্ট ১৪, ২০১৭, ১২:৪৯ পূর্বাহ্ণ

বড়াইগ্রাম প্রতিনিধি


নাটোরের বড়াইগ্রাম উপজেলা শিক্ষা অফিসের গাফিলতির কারণে আগস্ট মাসের ১৩ দিন পার হলেও জুলাই মাসের বেতন পান নি ৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ৪৮১ শিক্ষক। গতকাল রোববার বিকেল ৪টার সময়ও অনেক শিক্ষককে বেতন প্রদানকারী সোনালী ব্যাংক বড়াইগ্রাম শাখার নিচে অপেক্ষা করতে দেখা গেছে।
এদিকে আজ (সোমবার) হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব থাকায় হিন্দু ধর্মের শিক্ষকরা বেতন না পেয়ে চরম হতাশ হয়ে পড়েছেন। সোম ও মঙ্গলবার সাধারণ ছুটি থাকায় এ সপ্তায় বেতন পাবেন কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রতিমাসের ৩ তারিখের মধ্যে বেতন পেয়ে থাকেন কর্মরত শিক্ষকরা। কিন্তু চলতি মাসে শিক্ষা অফিসের উচ্চমান সহকারী (বড়বাবু) হাবিবুর রহমান ও তার সহযোগিদের ভুলের কারণে মাসের ১৩ তারিখ পার হলেও বেতন পান নি তারা। শিক্ষা অফিস থেকে উপজেলা হিসাব রক্ষণ অফিস ও ব্যাংকে বেতনের পূর্ণাঙ্গ হিসাব প্রদানের ক্ষেত্রে বারবার গড়মিল করায় বেতন প্রদান করছে না ব্যাংকগুলো।
বেতনের জন্য ব্যাংকে অপেক্ষারত শিক্ষকরা সাংবাদিকদের বলেন, শিক্ষা অফিসের বড়বাবুর কাজই হচ্ছে শিক্ষকদের বেতন বিল ঠিক করে প্রতিমাসে ব্যাংকে জমা দেওয়া। তার কেন এ কাজে ভুল হবে? আর তার ভুলের জন্য আমরা কেন কষ্ট পাব? তারা আরও বলেন, এটা কি তার ভুল নাকি অন্য কিছু তা ক্ষতিয়ে দেখা দরকার। কয়েকজন হিন্দু শিক্ষক বলেন, চলতি মাসে আমাদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমি আর এ মাসেই বেতন নিয়ে বিড়ম্বনা সৃষ্টি হলো।
এ বিষয়ে উচ্চমান সহকারী (বড়বাবু) হাবিবুর রহমান বলেন, জুলাই মাসে নতুন ইনক্রিমেন্ট যোগ হওয়া এবং শিক্ষার্থীদের উপবৃত্তি সংশোধনী থাকায় বেতন বিল তৈরিতে বিলম্ব হয়েছে। তবে খুব শীঘ্রই তা ঠিক হয়ে যাবে।
শিক্ষা অফিসার আকলিমা খানম বলেন, শিক্ষকদের বেতন বিল অফিস সহকারীরা তৈরি করে। তাদেরকে বলেছি দ্রুততার সাথে সমস্যার সমাধান করতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ