মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
শিক্ষা খাতে চলতি বাজেট অন্তত দ্বিগুণ করা উচিত বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। সোমবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে করা একটি পোস্টে এই মন্তব্য করেন তিনি।
রাবি উপাচার্য লিখেছেন, শিক্ষা আমাদের দেশে সবচেয়ে অবহেলিত। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর যে বাজেট, তাতে এই প্রতিষ্ঠানগুলো যে কোনোরকমে চলছে, সেটাই এক বিস্ময়। শিক্ষার প্রতি মিনিমাম কমিটমেন্ট থাকলে চলতি বাজেট অন্তত দ্বিগুন করা উচিত। ছাত্রছাত্রীদের একটা মিনিমাম জীবনমান দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।
তিনি আরও লিখেছেন, দেশের বাইরের ইউনিভার্সিটিগুলো দেখলে ভালো লাগার সাথে সাথে একটা কষ্ট কাজ করে। প্রায় সারা দুনিয়ায় ছাত্রছাত্রীরা কী পরিবেশে লেখাপড়া করে, কী ধরনের আবাসন, চিকিৎসাসেবা, খাবার, সুযোগসুবিধা পায়! আমাদের সাথে কোন তুলনা হয় না।
উল্লেখ্য, বর্তমানে চিন সফরে রয়েছেন রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। চিনের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা বিষয়ে আলোচনা ও চুক্তি করবেন বলে জানা গেছে।