শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তের দাবি

আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ৯:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহীতে স্বীকৃতিপ্রাপ্ত ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তের দাবি জানিয়েছেন শিক্ষকরা। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ।

নন এমপিও শিক্ষক কর্মচারীদের দাবিগুলো হচ্ছে, সরকারি-বেসরকারি (এমপিও) ও নন এমপিও শিক্ষক কর্মচাচিরা সমকারিকুলাম, পাঠদান, পরীক্ষা/পাবলিক পরীক্ষাসহ একই রকম অন্যান্য সকল কার্যক্রমে সমানভাবে সম্পৃক্ত থাকলেও শুধু ননএমপিওরা সরকার থেকে কোন প্রকার বেতন ভাতা না পেয়ে মানবেতর অবস্থায় দিনাতিপাত করছেন।

প্রতি বছর বাজেটে এমপিও খাতে অর্থ বরাদ্দ থাকলেও অদৃশ্য কারণে টাকাগুলো উক্ত খাতে ব্যবহার না হয়ে ফেরত যায়। একদফা দাবি হচ্ছে, দেশের সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্ত করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ