শিক্ষা বোর্ড রাজশাহীতে পালন করা হয় ‘মহান স্বাধীনতা দিবস

আপডেট: মার্চ ২৬, ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :


বুধবার (২৬ মার্চ) সকাল ৬.২০ টায় স্বাধীনতার বীর শহিদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করে রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৬.৩০ টায় চেয়ারম্যান মহোদয় রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে নিউ গভ. ডিগ্রী কলেজ, রাজশাহী’র শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধে সকল শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

বেলা ১২ টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম অ¯’ায়ী কর্মচারীদের মাঝে ইদ উপহার বিতরণ করেন।
বাদ আছর মহান স্বাধীনতায় শাহাদৎ বরণকারী সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে শিক্ষা বোর্ড মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ