শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
শিক্ষা সহায়তায় প্রয়াত সাংবাদিক মাহাতাব চৌধুরীর সন্তান আফতাব চৌধুরীকে এক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে রাজশাহী প্রেসক্লাব এ অনুদান প্রদান করে। মাহাতাব চৌধুরী রাজশাহী প্রেসক্লাবের সাবেক যুগ্মসম্পাদক ছিলেন। এর আগে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি রাজশাহী প্রেসক্লাব তাকে আরো এক লাখ টাকার অনুদান প্রদান করে।
এ সময় মাহাতাব চৌধুরীর সন্তানের সুচিকিৎসার জন্য নগদ আরো ১০ হাজার টাকা প্রদান করা হয়। একইসাথে আগামীতে রাজশাহী প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা জননেতা আতাউর রহমানের নামে ট্রাস্ট গঠন করে সাংবাদিকদের সন্তানদের শিক্ষা সহায়তার ধারা অব্যাহত রাখা হবে বলে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে জানানো হয়।
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম সারওয়ারের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমানের পরিচালনায় শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানে ঢাকা থেকে বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক এবং প্রধান তথ্য কর্মকর্তা (সচিব পদমর্যাদা) মুক্তিযোদ্ধা এ কে এম শামীম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন, অর্থ সম্পাদক এসএম আতিক। প্রধান অতিথি হিসেবে সঞ্চয়পত্র তুলে দেন, রাজশাহী চেম্বার অফ কর্মাস সভাপতি মনিরুজ্জামান মনি। এ সময় উপস্থিত ছিলেন, প্রয়াত সাংবাদিক মাহাতাব চৌধুরীর মা নাজমা চৌধুরী ও একমাত্র সন্তান আফতাব চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য দেন, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, প্রবীণ রাজনীতিবিদ জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, রাজশাহী মহিলা পরিষদ সভাপতি কল্পনা রায়, নিউ গভ: ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুল আওয়াল আনসারী, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী রমজান আলী, রাজশাহী চেম্বার অফ কর্মাস এ- ইন্ডাস্ট্রির পরিচালক মাসুদুর রহমান রিংকু, সাবেক পরিচালক শফিকুল আলম বুলু, রাজশাহী প্রেসক্লাব সহসভাপতি আবু সালেহ মো. ফাত্তাহ, যুগ্মসম্পাদক আসলাম-উদ-দৌলা, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্মসম্পাদক রাশেদ রিপন, উত্তরা প্রতিদিন সম্পাদক আব্দুল্লাহ্ আল মাহমুদ বাবলু, আকুপ্রেসার চিকিৎসক রওসন আলী, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান, বরেন্দ্র প্রতিদিনের শেখ শাহীন আকতার, সাংবাদিক রেজাউল মহিম তপন, আব্দুস সাত্তার ডলার, কাজী রকিব উদ্দিন, জামাল উদ্দিন প্রমুখ।