রবিবার, ১৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান। স্বাধীনতার ৫৩ বছর পার করে ৫৪ বছরে পড়বে। এই শিক্ষার্থী জানিয়েছেন নিজের ভাবনা। দৈনিক সোনার দেশকে দিয়েছেন স্বাক্ষাতকার।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে এই শিক্ষার্থী বলেন, আমাদের দেশে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী শিক্ষিত হয়ে বের হচ্ছে। কিন্তু চাকরি প্রবেশ অথবা উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে পারছে না। তারা সে দক্ষতাও অর্জন করতে পারছে না। যতটুকু না মেধাবী বানাচ্ছে,তার চেয়েও বেশি শিক্ষিত পঙ্গুতে পরিণত হচ্ছে। এজন্য বিজ্ঞানভিত্তিক কর্মমুখী শিক্ষা খুব প্রয়োজন। প্রাথমিক থেকে এই শিক্ষা চালুর দরকার।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে তিনি বলেন, নয় মাসের তীব্র লড়াইয়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। বীর মুক্তিযোদ্ধা যে আশা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন তা থেকে আমরা এখনও অনেক দূরে আছি। একটি মানবিক রাষ্ট্র ও অসাম্প্রদায়িক রাষ্ট্র এখনও প্রয়োজন আছে। এই দেশে বাস করার সবার অধিকার আছে। মুক্তচিন্তাতেও বাধা আসে। মুক্তিযুদ্ধের চেতনা থেকে অনেক দূরে সরে গেছি আমরা।
তিনি বলেন, বর্তমান সরকার দেশকে উন্নতের কাতারে নিয়ে যাচ্ছে। দুর্নীতি রুখে দিতে পারলে আমরা স্বল্প সময়ের মধ্যে উন্নত দেশে পরিণত হবো। প্রতিটা খাতেই উন্নতি করার চেষ্টা চলছে। শুধু কর্মসংস্থানের ব্যবস্থা করলে আমরা অনেক নামি দেশকে পেছনে ফেলতে পারবো।
বর্তমান রাজনীতিতে এই শিক্ষার্থী বলেন, আওয়ামী লীগের কিছু নেতারা বঙ্গবন্ধুর কোনো আদর্শ মানেন না। অন্য রাজনৈতিক দল ক্ষমতায় যেতে মরিয়া। বর্তমান সংসদেও ব্যবসায়ীদের আনাগোনা বেশি। ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ীক চিন্তা-ভাবনা করবে। রাজনীতিবিদদের মতো সাধারণ মানুষের চিন্তা করবে না।
দেশের ভবিষ্যত নিয়ে তিনি বলেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করতে হবে। কৃষি, বিজ্ঞান এবং সামরিক সকল দিক থেকে এগিয়ে যেতে হবে। অর্থনীতিকে আরও বড় ও মজবুত করতে হবে।তাহলে আমরা উন্নত দেশের কাতারে পৌছাবো।