শিবগঞ্চে গরুর পালের উপর উঠলো ট্রাক, নিহত রাখালসহ ছয় গরু

আপডেট: মে ১৪, ২০২৪, ১:৫২ অপরাহ্ণ


শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ,) সংবাদদাতাঃ


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুর পালে পাথর ভর্তি ট্রাক উঠে গিয়ে এরফান আলী (৫৫) নামে এক রাখালের মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের নিচুধুমি এলাকায় এলাকায় সোমবার দিনগত রাত দেড়টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এছাড়াও ৬টি গরু মারা যায়।

স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জের লয়লাভাঙ্গা ইউনিয়নের নিচুধুমি এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে কয়েকশো গরুর পাল নিয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল এরফান আলী। সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা ট্রাক (চট্ট-মেট্রো শ ১১-৪৬০৭) পেছন থেকে গরুর পালের ওপর উঠে যায়।

ঘটনাস্থলেই মারা যায় ৬ টি গরু। এসময় গরুর পালের রাখাল এরফান আলীর পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে থাকা মরদেহ পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ